RSS

বাংলা, কোর্স নং -১০৩পরীক্ষা ২০১১

31 Jan

      বি.এ.সন্মান ১ম বর্ষ ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা ২০১১

 

‘ক’ বিভাগ-৩০

১.(ক) বাংলা বানানের সন্ধি ও প্রত্যয়ঘটিত নিয়ম সমূহ দৃষ্টান্তসহ লেখ ।

অথবা

(খ) আদ্য,মধ্য ও অন্ত ‘অ’-এর উচ্চারনের নিয়মসমূহ দৃষ্টান্তসহ লেখ ।

২.নিন্মলিখিত শব্দগুলোর নিম্ন-রেখাঙ্কিত অংশের বানানের সূত্র উল্লেখ কর –

সরকারি; পরাহ্ন; উপযোগিতা; সুতন্বী ;আকাঙ্খা

৩.(ক) তোমার এলাকার রাস্তা মেরামতের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন  করে সংবাপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখ ।

অথবা

(খ)সারাংশ রচনা কর –

দন্ডিতের সাথে দন্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে

সর্বশ্রেষ্ট সে বিচার ।

৪. যে কোন একটি প্রশ্নের উত্তর দাও –

(ক)’চর্যাপদের সাহিত্যমূল্য ‘ শীর্ষক একটি নিবন্ধ রচনা কর ।

(খ)’বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন জীবনরসে পরিপূর্ণ একটি আখ্যায়িকা কাব্য ।                   শ্রীকৃষ্ণকীর্তনে বিধৃত চরিত্রাবলীর আলোকে উক্তিটি বিশ্লেষন কর ।

(গ)’ চিরন্তন মানবিক আবেদনের জন্যই বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্যের শ্রেষ্ট সম্পদ ‘-আলোচনা কর ।

(ঘ) টীকা লেখ যে -কোনো দুটি –

সন্ধ্যাভাষা, বিদ্যাপতি, গৌরচন্দ্রিকা, শ্রীচৈতন্য ।

  ‘খ’  বিভাগ -৩০

৫.(ক) ”মুসলমানীর গল্প” রবীন্দ্রনাথ ঠাকুরের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ।” আলোচনা কর ।

অথবা

(খ) ‘পোস্টমাস্টার ‘ গল্পে চরিত্র-সৃষ্টিতে রবীন্দ্রনাথের সাফল্য বিচার কর ।

৬.(ক) তোমার পঠিত চণ্ডীদাসের  ”সই, কেমনে ধরিব হিয়া ” পদটির ভাব ও  বিষয়বস্তুর মূল্যায়ন কর ।

অথবা

(খ) যতীন্দ্রমোহন বাগচীর ‘অন্ধ বধূ’ কবিতা অবলম্বনে অন্ধ বধূর মর্মবেদনার স্বরুপ উম্মোচন কর ।

৭.সপ্রসঙ্গ ব্যাখ্যা কর –

(ক) এক তৈলে চাকাও ঘোরে আর এক তৈলে মন ও ফেরে ।

অথবা

(খ)              জন্মিলে মরিতে হবে,

অমর কে কোথা কবে,

চিরস্থির কবে নারী ,হায়রে জীবণ – নদে ।

৮.(ক)চর্যাপদ এর সমাজচিত্র আলোচনা কর ।

অথবা

(খ)  ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের কৃষ্ণচরিত্র ব্যাখ্যা কর ।

অথবা

(গ) মঙ্গলকাব্য কাকে বলে ? ‘মনসামঙ্গল ‘ কাব্যের দুজন কবি সম্পর্কে লেখ

অথবা

(ঘ) টীকা লেখঃ যে কোন দুটি –

চর্যাপদ; সন্ধ্যাভাষা; কবিকঙ্ক চক্রবর্তী; বৈষ্ণব পদাবলী ।

 
Leave a comment

Posted by on January 31, 2012 in প্রশ্ন পত্র

 

Leave a Comment